কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুমন। ছবি: সংগৃহীত

মসজিদে নববীতে প্রবাসী বাংলাদেশির মানবেতর জীবন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৮, ১১:০৮
আপডেট: ২৮ আগস্ট ২০১৮, ১১:০৮

(প্রিয়.কম) আজ থেকে ১১ মাস আগে জামালপুরের বাসিন্দা সুমন সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। সুমনের মনে স্বপ্ন তিনি পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাবেন। রিয়াদে সৌদি আরবের রেসিডেন্স পারমিট (আকামা) পাওয়ার পর তিনি মদিনায় যান জিয়ারতের উদ্দেশে।

কিন্তু সেখানে জটিল রোগে আক্রান্ত হন সুমন। এরপর থেকে প্রায় চার থেকে পাঁচ মাস হবে তিনি মদিনার মসজিদে নববীর ১০ নম্বর টয়লেটের পাশে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, মদিনাতে সুমনের কোনো পরিচিত কেউ নেই। সে কারণে সুমনের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তার মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

মদিনার হেরাম শরিফের দায়িত্বরত পুলিশ সদস্যরা সুমনকে কয়েকবার ডাক্তার দেখিয়েছেন।

সুমন এখন ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। তিনি দেশে ফিরে আসতে চান। কিন্তু তাকে সহযোগিতা করবে এমন কাউকে তিনি পাচ্ছেন না।

দেশে ফিরতে সুমন মদিনা প্রবাসী বাংলাদেশি এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের দৃষ্টি কামনা করেছেন। তার ফোন নম্বর- ০৫০২৪৩৯৭৮৭। কফিলের (মালিক) নম্বর- ০৫৫৫০০৭৬৫২।

সূত্র: অ্যারাবিয়ান জার্নাল

প্রিয় সংবাদ/অাশরাফ/রুহুল