কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় প্রেস ক্লাবে পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ গোলটেবিল বৈঠকটি আয়োজন করে। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে সরকারকে জনস্বার্থ রক্ষার আহ্বান

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৮, ২২:৪৭
আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২২:৪৭

(ইউএনবি) প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত করার আগে সাধারণ জনগণ ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সরকারকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৮ আগস্ট, শনিবার জাতীয় প্রেসক্লাবে পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।

প্যানেল আলোচক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘তথ্যের নির্ভরযোগ্যতার মান নিয়ে প্রশ্ন থাকার কারণেই গুজব ছড়ায়। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মত প্রকাশের ব্যবস্থা হচ্ছে।’

কোনো পরোয়ানা ব্যতীত তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার যে ধারা ডিজিটাল আইনে রাখা হয়েছে, তা সমগ্র মত প্রকাশের স্বাধীনতাকে নষ্ট করবে বলে অভিযোগ করেন আনাম।

মাহফুজ আনাম আরও বলেন, ‘গণমাধ্যমের সংখ্যা বেশি হলে গুজব হ্রাস পায়। কিন্তু লাগামহীনতাও বন্ধ করা দরকার। এজন্য সুক্ষ্ম ভারসাম্য আনা প্রয়োজন।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রস্তাবিত আইনটি নিয়ে সংসদীয় কমিটির সঙ্গে যোগাযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য যতটুকু চেষ্টা করতে পারছি, সুশীল সমাজ ও সাধারণ জনগণের জন্য আমরা ততটুকু করতে পারছি না। এ জন্য সব পর্যায় থেকে চেষ্টা করা দরকার।’

পেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘নতুন আইনে ক্রিয়েটিভ লেখকরা প্রশ্নের সম্মুখীন হতে পারেন। কল্পনাশক্তির সাথে বাস্তবতার দ্বন্দ্ব থাকে। এ জন্য লেখকদের রক্ষা করতে হবে।’

‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে। সমাজের সমৃদ্ধির জন্য মেধা, ভাবনা ও চিন্তার বিকাশ দরকার। প্রেস ক্লাউন্সিলের মতো জনগণের জন্যেও কাউন্সিল দরকার,’ বলেন ব্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে বেশি বেশি আলোচনা প্রয়োজন। আইন স্বাধীনতা খর্ব করলে সমাজ এগোতে পারে না। তবে মত প্রকাশ সুষ্ঠুভাবে করার জন্য আইন দরকার। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে আইন চূড়ান্ত করা দরকার।’

পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রেসিডেন্ট কথাসাহিত্যিক মাসুদ আহমেদের সভাপতিত্বে বৈঠকে সংগঠনের নির্বাহী প্রেসিডেন্ট কবি কাজী রোজী এমপি, সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ বক্তব্য দেন।

প্রিয় সংবাদ/শান্ত