কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোনাল্ডো। ছবি: সংগৃহীত

রোলান্ডো এখন সুস্থ

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ২১:০২
আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ২১:০২

(প্রিয়.কম) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। স্পেনের ইবিজায় নিজের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থ হয়ে ফিরে রোনাল্ডো নিজের অনুভূতির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘ইবিজায় এসে জ্বরে আক্রান্ত হয়েছিলাম। হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমাকে। এখন সুস্থ আছি। বাড়ি ফিরে যাচ্ছি কালই। ডাক্তার থেকে শুরু করে নার্স—সবাই অনেক কষ্ট করেছেন আমার জন্য। সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য।’

অসুস্থ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় রোনাল্ডোর। এর আগে ২০১২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন থাইরয়েডসংক্রান্ত সমস্যায়।রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার অবসর নেওয়ার আগ পর্যন্ত করেছেন ৪১৪টি গোল।

সূত্র: দ্য সান

প্রিয় খেলা/আজাদ চৌধুরী