কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট বিশ্লেষণ করা হবে: তারানা হালিম

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ২০:১৯
আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ২০:১৯

(ইউএনবি) সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কন্টেন্টের বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ে একটি ইউনিট খোলা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

১৩ আগস্ট, সোমবার সচিবালয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গ্রামীণ পর্যায়ে প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট বিশ্লেষণ করব। গুজব, নেতিবাচক প্রচারণা, নারীকে নিয়ে হীন বক্তব্যসহ আপত্তিকর কন্টেন্টগুলো বিটিআরসিকে জানানোর জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি ইউনিট করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে সময় কম, তারপরও এটা বাস্তবায়নে আমাদের চিন্তা আছে। কারণ বিটিআরসি সারাক্ষণ এটা করতে পারে না, এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ। আমরা কন্টেন্ট বিশ্লেষণ করে বিটিআরসিকে জানাব, তারা ব্যবস্থা নেবে।’

সরকারের উন্নয়ন কাজে প্রান্তিক পর্যায়ে জানানোর জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কাজগুলো প্রান্তিক পর্যায়ের জনগণ জানে না। এটা জানানোর জন্য আমরা উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প হাতে নিয়েছি।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের বিষয়ে তারানা হালিম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ ছাড়াও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ড থেকে আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় বহন করা হবে।’

প্রিয় সংবাদ/রিমন