কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেই ইনজুরি এখনও ভোগাচ্ছে সাকিবকে। ছবি: প্রিয়.কম

‘সাকিবের অপারেশন লাগবে আমরা জানতামই না’

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ১৮:৩২
আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৮:৩২

(প্রিয়.কম) চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে আঙুলে চোট পান সাকিব আল হাসান। সেই ইনজুরি কাটিয়েএক মাস পর মাঠে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু সেখানেও বিপত্তি। উইন্ডিজ সিরিজের আগ থেকেই ব্যথা বাড়তে থাকে। পরে জানা গেছে, অপারেশন করতে হবে সাকিবের আঙুলে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানাচ্ছেন, সাকিবের অপারেশনের কথা কিছুই জানতেন না তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাপন বলেন, ‘ওর যে হাতে ব্যথা, আর অপারেশন লাগবে এটাই তো ঠিক মতো জানা ছিল না। সে যে ওয়েস্ট ইন্ডিজে খেলে এল, নিদাহাস কাপ খেলে এল; আমরা তো ওর ইনজুরি নিয়ে কিছুই জানি না। এই সিরিজের ফাইনাল খেলার পর জানতে পারলাম। এর আগে তো জানাই ছিল না যে তার হাতে ব্যথা। বিষয়টা আমাদের জন্য একেবারেই নতুন।’

অবশ্য হজে যাওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করেছেন সাকিব। বিসিবি সভাপতি তখন সাকিবকে এশিয়া কাপের পরে অপরারেশন করানোর পরামর্শ দিয়েছেন। যদিও সাকিবের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি। সাকিব চাইলে আগেও অপারেশন করাতে পারেন।

এ বিষয়ে পাপন বলেন, ‘সাকিব আমাকে যাওয়ার আগে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল কী করবে সে। আমি বলেছি তোমার হাতে যদি ব্যথা থাকে আর তুমি যদি মনে কর এভাবে খেললে সমস্যা হবে তাহলে তুমি অপারেশন করে ফেল। এটাও বলেছি, তুমি যদি মনে কর এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে কর, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার উপর।'

কেবল সাকিব সিদ্ধান্ত নিলেই হচ্ছে না। সাকিবের অপারেশন কবে হবে, সেটা নির্ভর করছে ফিজিও ও চিকিৎসকের ওপর।

প্রিয় খেলা/শান্ত মাহমুদ