কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাকিব খান, ববি হক, সাইমন সাদিক, মাহিয়া মাহি, শবনম বুবলী ও অধরা খান। ছবি: সংগৃহীত

ঈদে শাকিবের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা

মিঠু হালদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ১৬:১৪
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১৬:১৪

(প্রিয়.কম) ঈদ মানেই শাকিব খানের একাধিক ছবি। গত কয়েক বছর ধরে এটাই ছিল অলিখিত নিয়ম। সময়ের জনপ্রিয় নায়ক হওয়ার কারণে অন্যান্য প্রযোজকরা তার বিপরীতে ওই সময়ে ছবি মুক্তি দিতে খুব একটা সাহস করতেন না। তবে এবার সে ধারাবাহিকতায় ছন্দপতন ঘটেছে। আসছে ঈদে শাকিব অভিনীত শুধু একটি ছবি মুক্তি পাবে। যার কারণে শাকিব অন্যান্য সময় নিজের প্রতিদ্বন্দ্বী নিজে হলেও এবার তার প্রতিদ্বন্দ্বী শবনম বুবলী, ববি হক, মাহিয়া মাহি, সাইমন সাদিকঅধরা খানরা।

ঈদের সময় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। যার কারণে এ সময়টাতে দর্শকদেরও ছবিগুলো নিয়ে বেশ আগ্রহ থাকে। প্রতিবারের মতো এবারও নিয়মানুযায়ী সিনেমার বাজারে হিসেব-নিকেশ শুরু হয়ে গেছে। কোন ছবি কোন হলে মুক্তি পাবে। বেশ তোড়জোড় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মুক্তির সম্ভাব্য তালিকায় থাকা ছবিগুলোর সবশেষ খবরা-খবর নিয়ে এ প্রতিবেদনটি তৈরির করার সময় প্রতিবেদক ছবিগুলোর প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে কথা বলে সবশেষ অবস্থা তুলে ধরেছেন।

ঢাকার কাকরাইল থেকে দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলোতে ছবিগুলো বণ্টন করা হয়। আর এর মধ্যেই ঈদের ছবির নানা রঙের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে কাকরাইলের প্রযোজনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গার নির্ধারিত প্রেক্ষাগৃহগুলো। ঈদের ছবি ঘিরে প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী, কর্মকর্তা, বুকিং এজেন্টদের যাতায়াত বেড়েছে কাকরাইলে।

মুক্তি পাওয়ার তালিকায় থাকা ছবিগুলো হলো শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’, ববি হকের ‘বেপরোয়া’, মাহিয়া মাহির ‘মনে রেখ’, সাইমন সাদিকের ‘জান্নাত’, কায়েস আরজুর ‘আমার প্রেম আমার প্রিয়া’, অধরা খান-সাইমন সাদিকের ‘মাতাল’।

কিন্তু ‘বেপরোয়া’, ‘মনে রেখ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও ‘মাতাল’ ছবিগুলো নিয়ে রয়েছে আইনি ও প্রযোজকদের দিক থেকে জটিলতা। তবে বহুল আলোচিত ‘নোলক’ ঈদে মুক্তির তালিকায় থাকলেও সে সিদ্ধান্ত থেকে প্রযোজক সরে এসেছেন। তবে এর মধ্যে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির মুক্তির বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছবিটির নির্মাতা-প্রযোজক।

শাকিব-বুবলীর এবারের ঈদে একটি ছবি মুক্তি পাচ্ছে। যদিও এ জুটির ‘ক্যাপ্টেন খান’ ছবিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে ছবিটির শুটিং শুরুর আগ থেকেই। ১৩ আগস্ট জমা দেওয়া হয়েছে সেন্সরে। যদিও এখন থাইল্যান্ডে চলছে ছবির গানের শুটিং।

এ বিষয়ে কথা হয় শাকিবের সঙ্গে। তিনি বলেন, ‘একাধিক ছবি থাকলে মার্কেটের আসল চিত্রটা আসলে বোঝা যায়। তখন দর্শকদের হাতেও বেশ অপশন থাকে। বিভিন্ন ধরনের কাজ তারা দেখতে পায়। অনেক সময় দেখা গেছে এতে করে বাড়তি দর্শকও তৈরি হয়। সিনেমার বাজার প্রসারিত হয়। দিন শেষে ইন্ডাস্ট্রি লাভবান হয়। এ দৃশ্য দেখতে কার না ভালো লাগে?’

‘ক্যাপ্টেন খান’ ছবির প্রযোজক সেলিম খান প্রিয়.কমকে বলেন, ‘আজ আমরা সেন্সরে ছবিটি জমা দিয়েছি। আশা করি ১৫০টি হলে মুক্তি দেবো। হল মালিকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ আছে। দেখা যাক কী হয়।’

এ দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর দেখা যায়, শাকিব-বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাপ্টেন খান’-এর প্রযোজক হিসেবে নাম লেখা হয়েছে শান্ত খানের নাম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের নাম শান্ত এন্টারপ্রাইজ। কিন্তু এত দিন সিনেমাটির বিষয়ে সবাই জানতেন ছবিটি শাপলা মিডিয়ার। সেলিম খান দাবি করে বলেন, ‘ছবিটি শুধু পরিবেশনার দায়িত্ব নিয়েছে শাপলা মিডিয়া।’

২০১৫ সালে ঈদে মাহি অভিনীত সবশেষ ‘অগ্নি ২’ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর তাকে আর ঈদের কোনো ছবিতে দেখা যায়নি। তবে এবারের ঈদে এই নায়িকার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাম ‘জান্নাত’ ও ‘মনে রেখ’।

দীর্ঘদিন পর ঈদে মাহির ছবি দুটিতে তার ভক্তদের আলাদা আগ্রহ থাকবে। তিনি বলেন, ‘অনেক দিন হলো ঈদে আমার কোনো ছবি নেই। এবার দুটি ছবি মুক্তি পাচ্ছে। বিষয়টি আমার জন্য আনন্দের। দেখা যাক কী হয়।’

মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির নায়ক সাইমন সাদিক। ছবিটি নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম কেনো ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে। এটা তো বেশ ভালো লাগার বিষয়। ‘মাতাল’ নামের আরেকটি ছবি মুক্তি পাবার কথা। যদিও ছবিটা এখনো সেন্সর হয়নি। সব মিলিয়ে আমি আসলে বেশ ইতিবাচকভাবেই দেখতেছি বিষয়টা। জান্নাত মান এবং বাণিজ্য দুটি দিক থেকেই এগিয়ে থাকবে। দর্শক যেমন ধরনের ছবি দেখতে চায়, জান্নাত ঠিক তেমন একটা ছবি। সবকিছু মিলিয়ে ছবিটা বেশ সুন্দর।’

মুক্তির তালিকায় থাকা আলোচিত আরেকটি ছবির নাম ‘বেপরোয়া’। এতে অভিনয় করেছেন ববি হক ও রোশান। নির্মাণ করেছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়া থেকে ঈদে ছবিটি মুক্তির ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন দাবি করেছেন, ছবিটি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

কারণ হিসেবে বলেছেন, রাজা চন্দ বাংলাদেশে কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন না। ‘বেপরোয়া’ চলচ্চিত্রটি যদি রাজা চন্দ পরিচালক হয়ে থাকেন আর এই ছবি যদি বাংলাদেশের একক ছবি হয়ে থাকে তবে এই ছবি ঈদে কেন, কোনো দিনই মুক্তি পাবে না।

কলকাতার লোকাল প্রোডাকশন হিসেবে মুক্তি পেতে পারে সাফটা চুক্তির মাধ্যমে। তবে তা ঈদে নয়। কারণ সরকারি আইন অনুযায়ী কোনো উৎসবে বিদেশি ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না।’

এ প্রসঙ্গে আব্দুল আজিজ প্রিয়.কমকে বলেন, ‘পরিচালক সমিতির সদস্য না হলে কেউ সিনেমা বানাতে পারবে না, এমন কোনো আইন দেশে নেই। অনেক পরিচালকই আছেন যারা পরিচালক সমিতির সদস্য না। তারা তো ছবি নির্মাণ করছেন। তাদের ছবি মুক্তিতে তো কেউ বাধা দেয় না। এ ছবি ঈদে মুক্তি পাবে। আমাদের কাজের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি আছে। ট্যাক্স দিয়েছি। আইন মেনেই সব সামনে এগুচ্ছে।’

‘বেপরোয়া’ নিয়ে ববি হক বলেন, ‘ঈদে যেকোনো আর্টিস্টের সিনেমা রিলিজ মানেই তার ফিলটা অন্যরকম। কারণ এ সময়টাতে অনেকেই কোনো-না-কোনোভাবে ছবি দেখেই। এটা পারফেক্ট একটা ঈদের ছবি। কমার্শিয়াল ছবি, কমেডি, ড্রামা, ফ্যামিলি ড্রামা, রোমান্স সবই আছে। দর্শক ছবিটি দেখলে আনন্দ পাবে। এই ছবিতে আমার আর রোশানের ক্যামেস্ট্রিটা বেশ ভালো জমেছে।’

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির মুক্তির বিষয় নিয়ে দোটানায় আছেন ছবির নির্মাতা শামীমুল ইসলাম শামীম। তিনি ঈদে ছবিটি মুক্তি দিতে চান না। আর ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও কায়েস আরজু। যদিও ছবির নায়ক ছবিটি মুক্তির বিষয়ে কথার শুরুতে কোনো তথ্য দিতে পারেননি।

প্রিয়.কমের সঙ্গে আলাপকালে ১১ আগস্ট সন্ধ্যায় নির্মাতা বলেন, ‘আগামী পরশু দিন একটা মিটিং আছে প্রযোজকের সঙ্গে। প্রযোজক ছবিটি মুক্তি দেওয়া নিয়ে সিদ্বান্তহীনতায় আছে। কারণ তাকে তো অনেকেই অনেক কথা বলে। তবে আমি প্রযোজককে নিরাশ করতে চাই না। তার অনুমতি ছাড়া সিনেমা মুক্তি দিতে চাই না।

ব্যবসার লাভ-ক্ষতি হলে পুরো দায়টা আমার ওপর পড়বে। আমার কথা হল যেহেতু ছবিটা ভালো হয়েছে, তাই আমি চেয়েছিলাম অন্য একটা সময়ে আসুক। ঈদে আসলে যেটা হবে হল সংখ্যা নিয়ে জটিলতা দেখা দেবে। তবে আমি ঈদে আসার পক্ষে না।’

অন্যদিকে নির্মাতা শাহিন সুমনের ‘মাতাল’ ছবিটি প্রথমে মুক্তির কথা না থাকলে নির্মাতা এখন বলছেন ছবিটি তিনি মুক্তি দেবেন। যার জন্য সব ধরনের প্রস্তুতি তিনি সম্পন্ন করেছেন। সোমবার সেন্সরে জমা দেবেন ছবিটি। তিনি বলেন, ‘আমি সাধ্যমত চেষ্টা করছি কাজটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য। আমাদের ইচ্ছে আছে সিনেমাটা ঈদে মুক্তি দেবো। কাজ শেষ করেছি। দেখা যাক কী হয়।’

এদিকে ছবি মুক্তিকে কেন্দ্র করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রচার-প্রচারণার ক্ষেত্র হিসেবে বরাবরের মতো ইউটিউব বেছে নেওয়া হয়েছে। ‘আমার প্রেম আমার প্রিয়া ছবির ‘টেরাম টেরাম’ গানটি ইউটিউবে ছাড়া হয়েছে। এ ছাড়া অন্য কোনো ছবির টিজার, ট্রেলার ইউটিউবে এখনো প্রকাশ হয়নি। জানা গেছে, শিগগিরই  ছবিগুলোর গান ও টিজার প্রকাশের করা হবে।

প্রিয় বিনোদন/গোরা