কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪০ বছর পর সার্ফবোর্ডটি ফেরত পেয়েছেন গিলসন। ছবি: সংগৃহীত

চুরি যাওয়া সার্ফবোর্ড ৪০ বছর পর ফেরত পেলেন এই ব্যক্তি

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ১০:১৫
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১০:১৫

(প্রিয়.কম) সার্ফবোর্ডটি চুরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই অস্ট্রেলিয়ান সার্ফার ৪০ বছর পর সার্ফবোর্ডটি ফেরত পেয়েছেন।

সংবাদসংস্থা জিংহুয়ার বরাতে এনডিটিভি জানায়, পিটার গিলসন নামে ওই সার্ফারের মা ১৮শ’ অস্ট্রেলিয়ান ডলার জমিয়ে ১৯৭০ দশকের শেষের দিকে সার্ফবোর্ডটি কিনে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তা বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।

গিলসন জানান, অনেক কষ্টে টাকা জমিয়ে তার মা তাকে সার্ফবোর্ডটি কিনে দিয়েছিলেন। তাই সার্ফবোর্ডটি যখন চুরি হয়ে যায় তখন তিনি খুবই কষ্ট পান।

গিলসন ঐতিহ্যগত সার্ফবোর্ড মেরামতের কাজ করেন। ঘোড়ার ছবি থাকা সেই সার্ফবোর্ডটি ৪০ বছর পর অনলাইনে খুঁজে পান তিনি। দেশের পশ্চিম প্রান্তে বসবাসকারী এক ব্যক্তি ছবিটা শেয়ার করেছিলেন।

গিলসন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন, অনেকবার হাত বদল হওয়ার পর সার্ফবোর্ডটি ওই ব্যক্তির কাছে পৌঁছেছে। তিনি ওই ব্যক্তিকে সার্ফবোর্ডটির পুরানো ছবি দেখিয়ে ঘটনাটা বিস্তারিতভাবে জানান। এরপর সার্ফবোর্ডটির বর্তমান মালিক বিনামূল্যে তাকে সার্ফবোর্ডটি ফেরত দেন।

গিলসন ৪০ বছর পর মায়ের দেওয়া সার্ফবোর্ডটি ফেরত পেয়ে অত্যন্ত খুশি।

প্রিয় সংবাদ/রুহুল