কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিক্সেল ফোন। ছবি: সংগৃহীত

নতুন ফাঁস হওয়া ভিডিওতে পিক্সেল ৩

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ২১:৫৬
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ২১:৫৬

(প্রিয়.কম) সার্চ জায়ান্ট গুগলের আসন্ন পিক্সেল ৩ স্মার্টফোন ৪ অক্টোবর উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। আর এর মধ্যে এই ফোনের নানা তথ্য ফাঁস হয়ে গেছে। তবে এবার নতুন এক ভিডিওতে জানা গেছে পিক্সেল ৩ ফোনের অনেক তথ্য।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, নতুন এক ভিডিওতে দেখা গেছে গুগল পিক্সেল ৩ ফোনে থাকবে বিশাল ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে।

রুশ ব্লগারের ভিডিওতে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে একটি নচ আর ১৪৪০*২৯৬০ ও ৪৯৪ পিপিআই ডিসপ্লে থাকবে বলে ধারণা করা হচ্ছে।   

ওই ব্লগারের তথ্য জানা যায়, ভিডিওতে দেখানো পিক্সেল ডিভাইসটি উন্মোচনের আগে বানানো একটি সংস্করণ। আর তাই উন্মোচিত  পিক্সেল স্মার্টফোনটির ডিজাইনে পরিমার্জিত সংস্করণ দেখা যাবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, এই স্মার্টফোনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৪জিবি র‍্যাম বা ৬৪জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর ব্যাকআপের জন্য ৩৪৩০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

প্রিয় প্রযুক্তি/কামরুল