কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরনো ছবি

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২২ আগস্ট

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ২০:১৮
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ২০:১৮

(ইউএনবি) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

১২ আগস্ট, রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান

২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২০ আগস্ট (সোমবার) পবিত্র হজ পালিত হবে। ওই দিন সারা বিশ্ব থেকে সৌদিতে জড়ো হওয়া হাজিরা আরাফাত ময়দানে অবস্থান করবেন।

প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহকে সন্তুষ্ট করতে প্রিয় ছেলে হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে গিয়েছিলেন হজরত ইব্রাহিম (আ.)। কিন্তু আল্লাহর কুদরতে সে সময় ছেলের পরিবর্তে একটি ভেড়া কোরবানি হয়ে যায়।

হজরত ইব্রাহিমের (আ.) মহান ত্যাগের স্মরণে প্রতি বছর জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা উদযাপন করে মুসলমানরা। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন পশু কোরবানি দেওয়া যায়।

প্রিয় সংবাদ/হিরা/আজহার