কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১১ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কে অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের হাতে নতুন নোভা থ্রিআই তুলে দেয় হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অ্যারন। ছবি: সংগৃহীত

রেকর্ড পরিমাণ অগ্রিম বুকিংয়ের মাইলফলকে হুয়াওয়ে নোভা থ্রিআই

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১৫:২২
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১৫:২২

(প্রিয়.কম) দেশের বাজারে অগ্রিম বুকিংয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে হুয়াওয়ে নোভা থ্রিআই।

প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ১০ দিনে প্রায় ৯ হাজার আগ্রহী ক্রেতা হুয়াওয়ে নোভা থ্রিআইয়ের জন্য অগ্রিম বুকিং দিয়েছেন, যা দেশের বাজারে নতুন রেকর্ড তৈরি করেছে।

১২ আগস্ট, রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে অগ্রিম বুকিং চালু করে হুয়াওয়ে। অগ্রিম বুকিংয়ে অভাবনীয় সাড়া পেয়েছে হুয়াওয়ে। এরপর ১১ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কে অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের হাতে নতুন নোভা থ্রিআই তুলে দেয় হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অ্যারন। বিপুল আগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ক্রেতারা তাদের নোভা থ্রিআই হাতে পেয়েছেন।

এ ব্যাপারে অ্যারন বলেন, ‘নোভা থ্রিআই-তে কর্মক্ষমতার পাশাপাশি আমরা অধিক রম বা মেমোরিতে বেশি প্রাধান্য দিয়েছি। স্মার্টফোন ব্যবহারকারীদের সৃষ্টিশীল মনোভাবকে মাথায় রেখেই আমরা নোভা সিরিজের নতুন এই ফোনটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি। ইতিমধ্যে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সম্মানিত ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস হুয়াওয়ে নোভা সিরিজের এ ফোনটি আরও একবার দেশের বাজারে আলোড়ন সৃষ্টি করবে।’

প্রিয় প্রযুক্তি/রুহুল