কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিয়েন গিয়াং প্রদেশে সমুদ্রের তীরে এই সামুদ্রিক প্রাণী দেখা যায়। ছবি: সংগৃহীত

সমুদ্রের তীরে পাওয়া প্রাণীটি কি ভিন গ্রহের জীব?

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১৩:২৫
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১৩:২৫

(প্রিয়.কম) দক্ষিণ ভিয়েতনামের কিয়েন গিয়াং প্রদেশে সমুদ্রের তীরে গাছের মতো দেখতে একটি জীব পাওয়া গেছে। প্রথমে যে কেউ সেটিকে দেখলে নিশ্চিত গাছ বলেই মনে করবে। যার অনেকগুলো ডালপালা রয়েছে। কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে লক্ষ্য করা যায়, যেগুলোকে ডালপালা মনে হয় তা প্রাণীটির শুঁড়। কিন্তু প্রাণীটির কোনো মাথা নেই।

সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডু মান ডু নামের এক ব্যক্তি এই জীবটিকে সমুদ্র তীরে প্রথম দেখতে পান। পরে একটি টেবিলের ওপরে জীবটিকে রাখলে সেটি কিলবিল করতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে প্রাণীটির একটি ভিডিও করা হয়। 

সেখানে থাকা এক টুরিস্ট জানান, তার মতে এটি একটি জলদানব হতে পারে। এখন এটা ছোট। এটি এর চেয়েও দশ গুণ বড় হয়ে উঠে আসতে পারে।

ভিডিওতে দেখা যায় প্রাণীটির অসংখ্য শুঁড় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ভিডিও শেয়ার করা হলে অনেকেই ভিডিওটি দেখে প্রাণীটিকে ‘ভিন গ্রহের’ বলে মন্তব্য করেন। আবার অনেকেই প্রাণীটিকে ‘বাস্কেট স্টারফি’ বলে মন্তব্য করেছেন।  

প্রিয় জটিল/রুহুল