কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরল আগুন টর্নেডো। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের আকাশে ‘আগুন টর্নেডো’ (ভিডিও)

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১০:২৯
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১০:২৯

(প্রিয়.কম) যুক্তরাজ্যের ডার্বিশায়ারে ফায়ার সার্ভিসের লোকেরা এক বিরল দৃশ্য ভিডিও করেছেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে।

সম্প্রতি ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে একটি বিরল আগুন টর্নেডো দেখা গিয়েছে। একে বলা হচ্ছে ‘ফায়ার্নেডো’।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগার পর আগুনের ঘূর্ণায়মান কুণ্ডলী আকাশের দিকে উঠে গেছে। লিসেস্টারশায়ার ফায়ার এবং রেসকিউ সার্ভিস ঘটনাটির রেকর্ড করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

ইভনিং স্ট্যান্ডার্ডের মতে, ফায়ার টর্নেডোটি নিয়ন্ত্রণে আসার আগেই প্রায় ৫০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। কারখানা থেকে আগুনে আশপাশের ছোট ভবন এবং কিছু ট্রাকে ছড়িয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ভিডিওটি ফেসবুকে সাড়ে সাত হাজারের বেশি শেয়ার হয়েছে। আর ভিডিওটি এখন পর্যন্ত ছয় লাখ ৬৫ হাজারের বেশি লোক দেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, এই আগুনের টর্নেডো কীভাবে সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওপরের গরম বাতাসের মধ্যে শীতল বাতাস প্রবেশের কারণে ঘূর্ণায়মান অবস্থার সৃষ্টি হয়। তখন অগ্নিগোলক টর্নেডোর মতো ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠতে থাকে।

ইভনিং স্ট্যান্ডার্ডের মতে, মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুন লাগে। ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রিয় সংবাদ/রুহুল