কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পা আকৃতির অস্বাভাবিক আলু। ছবি: সংগৃহীত

মাটির নিচে পাওয়া গেল দানবীয় পা!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৮, ১৫:৫১
আপডেট: ১১ আগস্ট ২০১৮, ১৫:৫১

(প্রিয়.কম) একটি আলু খেত থেকে আট কেজি ওজনের একটি ‘দানবীয় পা’ উদ্ধার করেছেন এক কৃষক দম্পতি। মাটি থেকে পা’টি তোলার পর অবাক হয়ে যান ওই কৃষক দম্পতি।

দক্ষিণ ব্রাজিলের সান্তা কান্তারিনা প্রদেশের মেলেইরো শহরে এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাউলো ও মারলি নামের এক দম্পতি তাদের আলু খেত থেকে উদ্ধার করেছেন পা আকৃতির একটি অস্বাভাবিক আলু। অস্বাভাবিক আলুটির ওজন আট কেজি। আলুটিতে পায়ের পাতা, গোড়ালি এমনকি পুরো পাঁচটি আঙুল রয়েছে, যা কিনা দেখতে হুবহু সাধারণ মানুষের পায়ের মতো।

পাউলো ও মারলির খেতে পাওয়া গেছে ‘পা’ আকৃতির এই অস্বাভাবিক আলু। ছবি: সংগৃহীত

ওই দম্পতি সংবাদমাধ্যমকে জানান, আলুটি মাটির নিচ থেকে তোলার পর প্রথমে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। তাদের কৃষি জীবনে এমন আলু তারা প্রথম দেখেছেন।

মারলি বলেন, ‘আলুটির প্রদর্শন করতে তারা বেশ আগ্রহী।’

প্রিয় জটিল/আজাদ চৌধুরী