কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্যামসাং গ্যালাক্সি নোট ৯-অপো ফাইন্ড টেন-হুয়াওয়ে পি২০ প্রো। ছবি: সংগৃহীত

নোট ৯-ফাইন্ড টেন-পি২০ প্রো—কোন সেটটি ভালো

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮, ১৮:০৭
আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১৮:০৭

(প্রিয়.কম) দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ৯ উন্মোচন করেছে। বাংলাদেশে কবে নাগাদ এ সেটটি আসবে তা জানা যায়নি। তবে ইতোমধ্যে ভারতের বাজারে ফোনটির দাম শোনা গেছে। জানা গেছে, ভারতের বাজারে এ সেটটির দাম শুরু হবে ৬৭ হাজার ৯৯০ রুপি দিয়ে।

অপরদিকে অপোও ফাইন্ড টেন নামে নতুন ফ্ল্যাগশিপ নিয়ে আসছে। এই মডেলটিও দেশের বাজারে উন্মোচন করা হয়নি। এদিকে একই দামের মধ্যে হুওয়াওয়ে দেশের বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে পি২০ প্রো মডেলের স্মার্টফোনটি।

এক নজরে দেখে নিন এই তিন স্মার্টফোন সম্পর্কে

হুয়াওয়ে পি২০ প্রো। ছবি: সংগৃহীত

অপারেটিং সিস্টেম: এই তিনটি ফোন অ্যান্ড্রয়েড ওরিও দ্বারা পরিচালিত। নোট ৯-অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও; ফাইন্ড টেন-অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও বেজড কালার ওএস ৫.১; পি২০ প্রো-অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও বেজড ইএমইউআই ৮.০।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯। ছবি: সংগৃহীত

ডিসপ্লে: এই তিন সেটের মধ্যে নোট৯ এবং ফাইন্ড টেনে রয়েছে ৬.৪ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লে। নোট ৯-৬.৪ ইঞ্চি কোয়াড এইচডি+সুপার অ্যামওএলইডি (২৯৬০×১৪৪০ পিক্সেল), রেজ্যুলেশন ডিসপ্লে; ফাইন্ড টেন-৬.৪২ ইঞ্চি ফুল এইচডি+অ্যামওএলইডি (২৩৪০×১০৮০ পিক্সেল), রেজ্যুলেশন ডিসপ্লে; পি২০ প্রো-৬.১ ইঞ্চি ওএলইডি ফুল এইচডি+১০৮০×২২৪০ পিক্সেল রেজ্যুলেশন ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি নোট-৯। ছবি: সংগৃহীত

প্রসেসর: নোট ৯-১০ এনএম ৬৪-বিট অক্টা কোর প্রসেসর (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫); ফাইন্ড টেন- ৬৪-বিট অক্টা কোর প্রসেসর (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫); পি২০ প্রো-অক্টা কোর কিরিন ৯৭০ প্রসেসর।

স্যামসাং গ্যালাক্সি। ছবি: সংগৃহীত

র‍্যাম: নোট ৯-৬ গিগাবাইট র‍্যাম+১২৮ গিগাবাইট স্টোরেজ, ৮ গিগাবাইট র‍্যাম+৫১২ গিগাবাইট স্টোরেজ; ফাইন্ড টেন-৮ গিগাবাইট র‍্যাম+২৫৬ গিগাবাইট স্টোরেজ; পি২০ প্রো-৬ গিগাবাইট র‍্যাম+১২৮ গিগাবাইট স্টোরেজ।

হুয়াওয়ে পি২০ প্রো। ছবি: সংগৃহীত

ক্যামেরা: নোট ৯-পেছনে ১২ মেগাপিক্সেল ডুয়াল অ্যাপাচার, সামনে ৮ মেগাপিক্সেল; ফাইন্ড টেন-পেছনে ২০ মেগাপিক্সেল+১৬ মেগাপিক্সেল, সামনে ২৫ মেগাপিক্সেল; পি২০ প্রো-পেছনে ৪০ মেগাপিক্সেল+২০ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেল, সামনে ২৪ মেগাপিক্সেল।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯। ছবি: সংগৃহীত

ব্যাটারি: নোট ৯-৪ হাজার এমএএইচ (ফাস্ট চার্জিং+ওয়ারলেস সাপোর্ট); ফাইন্ড টেন-৩ হাজার ৭৩০ এমএএইচ (ভিওওসি ফাস্ট চার্জিং); পি২০ প্রো-৪ হাজার এমএএইচ (ফাস্ট চার্জিং)।

দাম: ভারতের বাজারে গ্যালাক্সি নোট ৯-এর দাম ৬৭ হাজার ৯০০ রুপি (৬ গিগাবাইট র‍্যাম+১২৮ গিগাবাইট স্টোরেজ), ফাইন্ড টেনের দাম ৫৯ হাজার ৯৯০ রুপি এবং পি২০ প্রোর দাম ৬৪ হাজার ৯৯৯ রুপি।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী