কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুধবার এপিটি পলিসি অ্যান্ড রেগুলেটরি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: সংগৃহীত

‘চতুর্থ শিল্পবিপ্লব কোনো অবস্থাতেই মিস হতে দেওয়া যাবে না’

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৮, ১৯:৪৫
আপডেট: ০৮ আগস্ট ২০১৮, ১৯:৪৫

(প্রিয়.কম) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘এশিয়ার অধিকাংশ দেশ তিনটি শিল্প শিল্পবিপ্লবে শরীক হতে পারেনি। চতুর্থ শিল্পবিপ্লব কোনো অবস্থাতেই মিস হতে দেওয়া যাবে না। এখন থেকেই সেই প্রস্তুতি নিয়ে এ অঞ্চলের দেশসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

৮ আগস্ট, বুধবার রাজধানীতে এপিটি পলিসি অ্যান্ড রেগুলেটরি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশের ১৩০ জন প্রতিনিধি অংশ নেন।

মোস্তাফা জব্বার আরও বলেন, ডিজিটাল এই বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, চতুর্থ এই শিল্পবিপ্লবের নেতৃত্ব প্রদানের যোগ্যতায় বাংলাদেশ উপনীত হয়েছে। 

মন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর কোনো জাতি এককভাবে এগোতে পারেন না, সম্মিলিতভাবে আগামী দিনের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি দুনিয়ায় আজকের প্রযুক্তির সাথে আগামীর এবং অতীতের সাথে ভবিষ্যতের কোনো মিল নেই। প্রতিনিয়ত প্রযুক্তির অভাবনীয় পরিবর্তন ও বিকাশ ঘটছে। কৃষি সভ্যতায় পৌঁছাতে হাজার বছর সময় লেগেছে, দ্বিতীয় শিল্পবিপ্লবের পৌঁছাতে সময় লেগেছে একশ বছর এবং তৃতীয় শিল্পবিপ্লবে পৌঁছাতে একশ বছর লেগেছে।’

ডিজিটাল শিল্পবিপ্লবের উপযোগী প্রশাসন ও শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য ডিজিটাল জীবনযাত্রা অপরিহার্য। প্রতিনিয়ত প্রযুক্তির সুফল দেশের মানুষ আজ ভোগ করেছে। তবে কিছু ক্ষেত্রে প্রযুক্তির বিরূপ প্রভাবও রয়েছে। এসব বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে।’

গত ৯ বছরে এ লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে মন্ত্রী জানান, আইসিটি ও টেলিকমিউনিকেশন্সসহ তথ্যপ্রযুক্তি বিকাশে সম্পৃক্ত সকল প্রকার নীতিমালা করা হয়েছে। বাংলাদেশ সহসাই সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করতে যাচ্ছে।

মোস্তাফা জব্বার বলেন, ‘সরকার কেবল প্রযুক্তির বিকাশেই নয়, নাগারিক ও রাষ্ট্রের প্রয়োজনীয় নিরাপত্তা নিয়েও কাজ করছে। তথ্যপ্রযুক্তির আধুনিক ভার্সন ৫জি প্রযুক্তি বিশ্বকে পাল্টে দিবে। আধুনিক এই প্রযুক্তির বিকাশে বিদ্যমান সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে নীতি প্রণেতাদের এগিয়ে আসতে হবে।’

প্রিয় প্রযুক্তি/শান্ত