কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও প্রাণ-আরএফএলের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও প্রাণ-আরএফএলের মধ্যে চুক্তি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৮, ১৪:৪৪
আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ১৪:৪৪

(প্রিয়.কম) রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশপ্রাণ-আরএফএল সম্প্রতি একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি সই করেছে।

৭ আগস্ট, মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা রবির কর্পোরেট সেবা এবং আরএফএল বেস্ট বাই, ভিশন ইম্পোরিয়াম ও রিগ্যাল ইম্পোরিয়াম আউটলেট থেকে কেনা প্রাণ-আরএফএল গ্রুপের পণ্যের ওপর বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

রাজধানীর বিএটিবি হেড অফিসে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং দেশ লজিস্টিকের (প্রাণ-আরএফএল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় বিএটিবি’র হেড অব ট্রেড সৈয়দ মাহবুব আলী, রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন, আরএফএলের ম্যানেজিং ডিরেক্টর আরএন পাল এবং প্রাণ-আরএফএল গ্রুপ’র হেড অব ইনফ্রাস্ট্রাকচার তানবির হোসেন উপস্থিত ছিলেন।

প্রিয় অর্থনীতি/আজাদ চৌধুরী