কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’ ও ‘ক্রিস্টোফার রবিন’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকায় হলিউডের কল্পবিজ্ঞান ও কল্পরাজ্যের দুই ছবি

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৮, ১৮:২০
আপডেট: ০২ আগস্ট ২০১৮, ১৮:২০

(প্রিয়.কম) ৩ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’ ও ‘ক্রিস্টোফার রবিন’ নামে দুটি হলিউড ছবি। বাংলাদেশের দর্শকও একই দিন থেকে ছবিগুলো দেখতে পাবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে

স্টার সিনেপ্লেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কল্পবিজ্ঞানভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’ নির্মিত হয়েছে আলেক্সান্দ্রা ব্র্যাকেন্সের উপন্যাস অবলম্বনে। জেনিফার ইউ নেলসন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ, ম্যান্ডি মুরসহ আরও অনেকে। অন্যদিকে, মার্ক ফর্স্টার পরিচালিত কল্পরাজ্যভিত্তিক কমেডি ছবি ‘ক্রিস্টোফার রবিন’ নির্মিত হয়েছে এ.এ মিলনের লেখা বই ‘উইনি-দ্য-পুহ’ অবলম্বনে।

‘দ্য ডার্কেস্ট মাইন্ডস’

রুবি ড্যালি ভবিষ্যতের এক আমেরিকাতে বসবাস করে, যেখানে ভয়ঙ্কর এক মহামারীতে ৯৮ শতাংশ শিশু মারা যায়। বাকি যে ২ শতাংশ বেঁচে থাকে তাদের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা লক্ষ্য করা যায়। এই রহস্যময় শিশুদের জন্য বিশেষ একটি ক্যাম্প ঘোষণা করে সরকার। রুবি তার দশম জন্মদিনে অদ্ভুত সেই ক্ষমতা নিয়ে জেগে ওঠার পর, তার মা মলি ভয় পেয়ে পুলিশকে ডাকে এবং তাকে থারমন্ডের কাছে পাঠিয়ে দেয়। সেখানে তার মতো শিশুদের জন্য একটি সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। পাঁচ বছর পর রুবি এমন শক্তিশালী হয়ে ওঠে যে কেউ তাকে পরাস্ত করতে পারে না। শুরু হয় নানা দ্বন্দ্ব-সংঘাত।

ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ রুবি ড্যালির ভূমিকায় অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ। প্রতিভাবান এই মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী এর আগে ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘এভরিথিং, এভরিথিং’ ছবিতে অভিনয় করে আলোচিত হন। 

‘ক্রিস্টোফার রবিন’

মার্ক ফর্স্টার পরিচালিত ‘ক্রিস্টোফার রবিন’ ছবির ক্রিস্টোফার রবিন এখন বড় হয়েছে, সেই সঙ্গে তার চিন্তাও বেড়েছে। একদিন সে পার্কের বেঞ্চে বসে চিন্তা করছিল। সেই সময় তার ছোটবেলার বন্ধু ‘পুহ’-এর সঙ্গে দেখা হয় আর এখান থেকেই এগিয়ে চলে ছবিটির কাহিনি। 

প্রিয় বিনোদন/