কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণের টিভি অভিনেত্রী প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত

টিভি অভিনেত্রী প্রিয়াঙ্কার আত্মহত্যা!

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ১৭:১৬
আপডেট: ১৮ জুলাই ২০১৮, ১৭:১৬

(প্রিয়.কম) তামিল টিভি ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। 

১৮ জুলাই, বুধবার ভোরে প্রিয়াঙ্কাকে ঝুলন্ত অবস্থায় বাড়িতে পাওয়া যায়। তাকে তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তার গৃহকর্মী। এরপর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে প্রিয়াঙ্কার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কার আত্মহত্যাকে ঘিরে ইতোমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে দক্ষিণি টেলিভিশন জগতে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর থেকে চেন্নাইয়ের বাড়িতে থাকতেন প্রিয়াঙ্কা। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিছুদিন ধরেই তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি শুরু হয়। পারিবারিক অশান্তির কারণেই প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

তামিল টেলিভিশন শো ‘জ্যোতিকা’তে দেখা যায় প্রিয়াঙ্কাকে। রামিয়া কৃষ্ণণে জ্যোতিকার ভূমিকায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিন বছর আগে তিনি বিয়ে করেছিলেন।

প্রিয়াঙ্কার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। উপযুক্ত তদন্তের পরই আসল সত্যি বেরিয়ে আসবে বলেও মনে করছে প্রশাসন। প্রিয়াঙ্কার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিয় বিনোদন/শান্ত