কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হজে যাচ্ছেন বাংলাদেশিরা। ফাইল ছবি

হজ ফ্লাইট শুরু শনিবার

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৮, ১৮:০৯
আপডেট: ১৩ জুলাই ২০১৮, ১৮:০৯

(ইউএনবি) চলতি বছর হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের ফ্লাইট শনিবার (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে।

১৪ জুলাই, শনিবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৬ হাজার ৭৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার ব্যক্তি বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশি হজযাত্রীরা ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাবেন।

শনিবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আর ফিরতি হজ ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জনকে পরিবহন করবে। বাকি ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব যাবেন।

প্রিয় সংবাদ/কামরুল