কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই ছবিটি পোস্ট করে শচিন-ফেদেরারের সঙ্গে রসিকতায় যোগ দেয় আইসিসি। ছবি: সংগৃহীত

শচিন-ফেদেরারের খুনসুটি, আইসিসির রসিকতা!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১১ জুলাই ২০১৮, ২০:০৮
আপডেট: ১১ জুলাই ২০১৮, ২০:০৮

(প্রিয়.কম) দুজন দুই ভুবনের তারকা হলেও শচিন টেন্ডুলকার আর রজার ফেদেরারের বন্ধুত্বটা বেশ পুরনো। তবে ফেদেরার যে ‘ক্রিকেট’ খেলতেও জানেন, তা হয়তো শচিন নিজেও জানতেন না। উইম্বলডনে ব্যাটিংয়ের ঢংয়ে টেনিস খেলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইডিশ টেনিস তারকা।

৯ জুলাই, সোমবার উইম্বলডনের শেষ ষোলোতে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ফেদেরার। এদিন ম্যাচের তৃতীয় সেটে মানারিনোর একটি শট ক্রিকেটীয় ভঙ্গিতে ডিফেন্স করেন ফেদেরার। টেনিসের মাঠে ক্রিকেটের মতো ডিফেন্সিভ শট খেলার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুইস টেনিস কিংবদন্তির এমন ডিফেন্সিভ শট নজর এড়ায়নি শচিনের। টেনিস কোর্টে প্রিয় বন্ধুর এই ‘ব্যাটিং’ দেখে উচ্ছ্বসিত ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। কিছুটা রসিকতা করে তিনি লিখেন, ‘বরাবরের মতোই তোমার চোখ আর হাতের দুর্দান্ত সমন্বয়। নবম উইম্বলডন জয়ের পর চলো তোমার সঙ্গে ক্রিকেট আর টেনিসের নোট অদলবদল করি!’

বন্ধু শচিনের এই টুইটের জবাব দিতে দেরি করেননি ফেদেরার। জবাবে টেনিসের এই সুইস কিংবদন্তি লিখেন, ‘দেরি কেন? আমি তো এখনই নোট নিতে প্রস্তুত।’

শচিন-ফেদেরারের এই কথোপকথনে যোগ দেয় উইম্বলডন ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অফিসিয়াল টুইটার পেজ থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে উদ্দেশ্য করে উইম্বলডন কর্তৃপক্ষ প্রশ্ন করে, ‘ফেদেরারের এমন ফরোয়ার্ড ডিফেন্সিভ শটকে কীভাবে রেটিং করবে আইসিসি?’

এই প্রশ্নের জবাবে গ্রাফিক্স ইমেজে দিয়ে বানানো টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংঙ্কিং প্রকাশ করে পাল্টা রসিকতা করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন টেনিস কিংবদন্তি ফেদেরার। এ ছাড়াও স্পাইডারম্যানের কার্টুনের মুখে শচিন-ফেদেরারের মাথা লাগিয়ে একটি ছবি প্রকাশ করে আইসিসি।

সূত্র: এনডিটিভি

প্রিয় খেলা/কামরুল