কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি

রোহিঙ্গাদের জন্য ভারতের সহযোগিতা চেয়েছেন ত্রাণমন্ত্রী

খন্দকার মহিউদ্দিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৮, ১০:২৫
আপডেট: ০৫ মার্চ ২০১৮, ১০:২৫

(প্রিয়.কম) বাংলাদেশে ঘূর্ণিঝড়ের মৌসুম আগত। ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমদিকে নির্মিত ও পাহাড়ের ঢালে নির্মিত সেল্টারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য প্রায় ২৫ হাজার পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া প্রয়োজন। দরকার হবে নতুন সেল্টার নির্মাণের।

আগামী বর্ষাকে সামনে রেখে ক্যাম্পের মহিলা ও শিশুদের জন্য শিশুখাদ্য, শুকনো খাবার, গামবুট, রেইনকোট ইত্যাদির সহায়তা দরকার হবে। তাই ঘূর্ণিঝড় সহনশীল নতুন সেল্টার নির্মাণে ভারতের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

৪ মার্চ, রবিবার সচিবালয়ের ত্রাণমন্ত্রীর কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনাহর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী তাকে এই সহযোগিতার কথা জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, 'এছাড়াও ৩০ হাজার গর্ভবতী মহিলার ডেলিভারী সামগ্রী জরুরি ভিত্তিতে প্রয়োজন। রোহিঙ্গারা জ্বানালির জন্য পাহাড়ি এলাকার গাছপালা কেটে উজাড় করে ফেলেছে। জরুরি ভিত্তিতে জ্বালানির সংস্থান না হলে রোহিঙ্গা ক্যাম্পে বর্ষাকালে রান্নাবান্নার চরম সংকট তৈরি হবে।'

রোহিঙ্গা ক্যাম্পে বর্ণিত বিষয়গুলো খুবই মানবিক উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, 'রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অসাধারণ ভূমিকা পালন করেছে।’ 

শিশুখাদ্য, জ্বালানি, শুকনো খাবার, গামবুট, রেইনকোট ও নতুন তাঁবু নির্মাণে ভারত সহযোগিতা করবে বলেও হাইকমিশনার মন্ত্রীকে অবহিত করেন। 

সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।

 সূত্র: বাসস

প্রিয় সংবাদ/গোরা