কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সালদানদী সীমান্ত দিয়ে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে আটকদের কসবা থানা পুলিশে সোর্পদ করা হয়। আটকদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন শিশু, চারজন নারী। এরা হলেন- খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রুপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। আটকরা সবাই হবিগঞ্জ জেলার নাগরিক।পুলিশ জানান, আটকদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। শুক্রবার রাতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও (দালাল) আটক করা হয়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন