কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবিবুল্লাহ সিরাজী বললেন, আসন্ন একুশে বই মেলার থিম হচ্ছে ৫২ থেকে ৭১

মঈন মোশাররফ : বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লা সিরাজী বলেছেন, আসন্ন একুশে বই মেলায় ৭ শত ইউনিট ও ৪৫০ টি পাবিøকেশন্স থাকবে। এবারের বইমেলার আয়োজনে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বইয়ের পরিবর্তন এবং তা হয় লেখকের লেখনির মাধ্যমে। দৃশ্যমান পরিবর্তন হচ্ছে বই মেলার থিম ৫২ থেকে ৭১ এটাকে বিজয়ের নতুন পর্ব বলতে পারি। বুধবার বিবিসি বাংলাতে তিনি আরো বলেন, আসন্ন একুশে বই মেলার থিম হচ্ছে ৫২ থেকে ৭১।তিনি বলেন, আসন্ন বই মেলায় আকর্ষণ থাকবে। মেলা যাতে সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করা যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন বই মেলায় আমাদের ৫২ থেকে ৭১ এর স্মৃতীকে তুলে ধরাহবে। এখন পর্যন্ত বই মেলার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে ।তিনি আরো বলেন, দুটি পাবলিকেশন্সকে স্টল বরাদ্দ থেকে  বিরত রাখা হয়েছিলো। পরবর্তিতে তাদের ভুল বুঝতে পেরে  মুসলেকা জমা  দেয়ারপর  স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন