কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাঁরা কারাগারে বসে নির্দেশ দেন, বাইরে চলে সন্ত্রাস, চাঁদাবাজি

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২৪, ১৫:২১

চলতি বছরের ১৩ মার্চ রাত সাড়ে ১০টা। মতিঝিল এজিবি কলোনি এলাকার বাসিন্দা মো. মাহবুবুল হকের ফোনে একটি কল আসে। ফোন ধরার পর অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ফারুক বলে পরিচয় দেন। ‘কোন ফারুক’ জিজ্ঞেস করতেই ওই ব্যক্তি বলেন, ‘তুই কোন ফারুককে চিনিস? একদিন তো বাহির হব। বুঝে–শুনে কাজ করিস।’


পরে খোঁজ নিয়ে জানা যায়, এই ফারুক মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক। মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম (টিপু) হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী জাফর আহমেদ (মানিক) ও জিসান আহমেদের সঙ্গে ওমর ফারুকও অভিযুক্ত। বর্তমানে তিনি কারাগারে। ১৩ মার্চ রাতে হুমকি দিয়ে যে নম্বর থেকে ফোন করেছিলেন, সেটির অবস্থান গাজীপুরের কাশিমপুরের গোবিন্দবাড়ির পূর্ব এনায়েতপুরে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। এই এলাকায় কাশিমপুরের কারাগারগুলো অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও