বগুড়ায় ৫ লাখ ডিম হিমাগারে রেখে কৃত্রিম সংকট তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

ডেইলি স্টার কাহালু প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৪:২৫

বগুড়ার কাহালু উপজেলায় আফরিন কোল্ড স্টোরেজে প্রায় পাঁচ লাখ পিস ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আগামী ৭ দিনের মধ্যে ডিমগুলো বাজারে বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে।


গতকাল বুধবার দুপুর আড়াইটায় কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজের নেতৃত্বে ওই কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী।


মেরিনা আফরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল, কিছু হিমাগারে অবৈধভাবে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এর ভিত্তিতে গতকাল কয়েকটি হিমাগারে অভিযান পরিচালনা করা হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও