কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্থানীয় সফটওয়্যার উন্নয়নে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা

প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বিশ্বব্যাপী বড় হচ্ছে সফটওয়্যার খাত। প্রসারিত হচ্ছে স্থানীয় বাজারও। একসময় দেশের এ উদীয়মান খাতে যে স্বপ্ন দেখার সাহস ছিল না, এখন ধীরে ধীরে সে সাফল্য ধরা দিচ্ছে। সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো এখন বিদেশের কোম্পানির সঙ্গে কাজ করছে। বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সফটওয়্যার। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোও এখন ভরসা করছে দেশে তৈরি সফটওয়্যারে।

১৯৯৮ সালে দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা শিল্পের উন্নয়নের লক্ষ্যে এ সেক্টরের জাতীয় সংগঠন হিসাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে কেবল ১৮টি সদস্য কোম্পানি থাকলেও বর্তমানে বেসিসের সদস্যসংখ্যা প্রায় আড়াই হাজার। আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিসের ২০২৪-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে এ খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয় সফটওয়্যার বাজারে বাধাগুলো কাটিয়ে উঠতে পারলে সফটওয়্যার খাত হতে পারে গার্মেন্টস শিল্পের চেয়ে বড় আয়ের উৎস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন