কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ

বাংলাদেশে নতুন ৫ মডেলের ল্যাপটপ এনেছে গিগাবাইট। নতুন মডেলের ল্যাপটপগুলোর মধ্যে দুটি ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি থাকায় গেমার ও ভিডিও নির্মাতারা দ্রুত বিভিন্ন কাজ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় ল্যাপটপগুলো উন্মোচন করেন গিগাবাইট এশিয়া অঞ্চলের উপব্যবস্থাপক এলান স্যু ও গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মাদ আনাস খান।

অনুষ্ঠানে গিগাবাইটের বাংলাদেশ প্রধান খাজা মো. আনাস খান বলেন, গেমার এবং ভিডিও নির্মাতাদের কথা চিন্তা করে এআই প্রযুক্তিনির্ভর ‘আরোস ১৬এক্স একেজি’ এবং ‘আরোস ১৬এক্স এএসজি’ মডেলের ল্যাপটপ তৈরি করা হয়েছে। ল্যাপটপ দুটির দাম যথাক্রমে ২ লাখ ২০ হাজার ও আড়াই লাখ টাকা। ইনটেলের ১৪ প্রজন্মের কোর আই৭ প্রসেসরে চলা দুটি ল্যাপটপে জিফোস আরটিএক্সের শক্তিশালী গ্রাফিকস কার্ড থাকায় সহজেই উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা না থাকলেও ‘জি৫ এমএফ৫’, ‘জি৫ কেএফ৫’ এবং ‘অ্যারো ১৪ ওএলইডি’ মডেলের ল্যাপটপ তিনটিতে ইনটেলের ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসর রয়েছে। ল্যাপটপ তিনটির দাম যথাক্রমে ১ লাখ ৪০ হাজার, দেড় লাখ ও ১ লাখ ৮৫ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন