কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বজনদের বিরুদ্ধে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১০:০১

উপজেলা নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যের স্বজনদের বিরুদ্ধে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়েও তাঁদের নিবৃত্ত করতে পারেনি দলটি। এখন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা বলছেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোট থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে। চেষ্টা চালিয়ে যাবেন তাঁরা। কিন্তু এতে কতটা কাজ দেবে—দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে সন্দিহান।


৮ মে উপজেলা নির্বাচনের প্রথম পর্বের ভোট হবে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত দলের দপ্তরে ৫০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যের স্বজনদের তথ্য এসেছে; যাঁদের প্রায় সবাই কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ভোটের মাঠে রয়ে গেছেন।


ভোটের আগের দিন পর্যন্ত সরে যাওয়ার সুযোগ আছে, এমন কথা আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বললেও তা মন্ত্রী-সংসদ সদস্য ও তাঁদের স্বজনেরা মানবেন—এ ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং মন্ত্রী-সংসদ সদস্যরা অনড় অবস্থান প্রকাশ করে যাচ্ছেন। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে স্বজনের ভোট থেকে সরে যাওয়া নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের মধ্যে উচ্চ কণ্ঠে বিতর্কও হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও