কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে নির্বাচনের ফলাফল কী হবে, জরিপ কী বলছে

প্রথম আলো ভারত ড. তোফায়েল আহমেদ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৪১

প্রথম ধাপের পর্যালোচনা


সাতটি ধাপে ভারতের অষ্টাদশ ‘লোকসভা নির্বাচন ২০২৪’ অনুষ্ঠিত হচ্ছে। ১৭টি রাজ্য ও ৪টি ইউনিয়ন টেরিটোরিতে মোট ১০২টি আসনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হলো। ২০১৯–এর নির্বাচনে এই ১০২ আসনের ৯৭টির ফলাফল ছিল নিম্নরূপ: এনডিএ বা মোদি জোট ৪৩, বর্তমান ‘ইন্ডিয়া’জোট ৪৮ এবং অন্যান্য ০৬। প্রথম ধাপের ১০২ আসনের এবারে মোট প্রার্থী ছিল ১ হাজার ৬২৫। তার মধ্যে ১৩৫ জন নারী (৮%) এবং ২৫০ (১৬%) জনের বিরুদ্ধে নানা ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।


এবারের (২০২৪) নির্বাচন টানা গত দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাটট্রিক ও ইন্ডিয়া জোটের জন্য মোদিকে থামানোর চ্যালেঞ্জ। ভারতের লোকসভার মোট আসন (৫৪৩+২) ৫৪৫, ৫৪৩টি আসন সাধারণ ভোটে নির্বাচিত এবং ২টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত।


সাতটি ধাপে সব আসনের নির্বাচন শেষ হওয়ার পর একসঙ্গে সব আসনের প্রাপ্ত ব্যালট গণনা করা হবে। ছয়টি বিরতিতে ৭টি ধাপের সব নির্বাচন শেষে ফলাফল পাওয়া যাবে আগামী ৪ জুন। ভারতের মোট জনসংখ্যার একটি অনুমিত সংখ্যা ১৪৪ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৮৫২, ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি। ১৯ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে গড়পড়তা ৬৩% ভোটারের অংশগ্রহণ ছিল।


পূর্ববর্তী লোকসভার (২০১৯) পর্যালোচনা


২০১৯–এ অনুষ্ঠিত ১৭তম লোকসভার একটি পর্যালোচনায় দেখা যায়, নির্বাচিত লোকসভা সদস্যদের মধ্যে নারী সদস্য ছিলেন ৭৮ জন (১৪%), যা সব সময়ের সর্বোচ্চ সংখ্যা। ১৬তম লোকসভায় তা ছিল ৬২ জন। একই লোকসভার ২৬৭ জন ছিলেন প্রথমবারের নির্বাচিত এমপি এবং ২৩৩ (৪৩%) জনের ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতার রেকর্ড ছিল। মোট সদস্যের ৩৯% ছিলেন পেশাদার রাজনীতিবিদ ও সমাজকর্মী। বাকিরা অন্য নানা পেশার অন্তর্ভুক্ত ছিলেন।


১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির একক প্রাপ্ত ভোট ছিল ৩৭.৩৬% এবং আসন ২৯৩ পরে তা ৩০৩–এ উন্নীত হয়। বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের সমন্বিত মোট ভোট ছিল ৪৫% এবং মোট আসন ৩৫৩। ভারতীয় জাতীয় কংগ্রেসের নিজস্ব আসন ছিল ৫০ এবং কংগ্রেস ও জোট সঙ্গীদের সমন্বিত আসন হয়েছিল মোট ৯১। দুই জোটের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের আসন দাঁড়ায় ৯৮। ২০১৯–এর লোকসভা নির্বাচনে মোট ৩৮টি দল ও অনেক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে।


লোকসভার মূল কাজ ‘আইন প্রণয়ন’। এ প্রক্রিয়ার ওপর এক বিশ্লেষণে দেখা যায়, ১৭তম লোকসভায় মাত্র ১৬% বিল কমিটি পর্যায়ে আলোচনার জন্য প্রেরিত ও আলোচনা হয়। বাকি বিলগুলোর ৫০% দুই ঘণ্টার কম সময় ফ্লোরে আলোচনা করে পাস হয়ে যায়। ১৭তম লোকসভা বছরের ৩৬৫ দিনের মধ্যে গড়ে মাত্র ৫৫ দিন অধিবেশন মিলিত হয়। ২০১৯–এ গঠিত ১৭তম লোকসভার এ সংক্ষিপ্ত বিশ্লেষণ ভারতকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হলেও বর্তমান সময়ে গণতন্ত্রচর্চার একটি অবক্ষয়ের ইঙ্গিত বহন করে বলে ধারণা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও