কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে রেহাই পেতে সবসময় চুল বেঁধে রাখছেন? অজান্তেই ক্ষতি করছেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩২

বাইরে অসহ্য গরম! সঙ্গে ঘাম, খুবই অস্বস্তিকর পরিস্থিতি। ভ্যাপসা গরমে অনবরত ঘাম ঝরছে। স্বস্তি পেতে অনেকেই চুল উঁচু করে বেঁধে রাখেন। তবে দীর্ঘক্ষণ চুল বেঁধে রাখার ফলে অজান্তেই নিজের ক্ষতি করছেন কিন্তু! সবসময়ে চুল বেঁধে রাখলে কী কী ক্ষতি হতে পারে?


জেনে নিন


# গরমে শ্যাম্পু করার মাত্রা বাড়ে সবারই। স্বাভাবিকভাবেই ব্যস্ত শিডিউলে ঝটপট রেডি হয়ে বাইরে বেরোনোর জন্য অনেকেই চুল শুকাতে ড্রায়ার ব্যবহার করেন। সেক্ষেত্রে ড্রায়ারের কুলিং অপশন ব্যবহার করুন। গরম হাওয়ায় চুল রুক্ষ হয় এবং জেল্লা হারায়।


# সবসময়ে শক্ত করে চুল বেঁধে রাখলে চুলের গোড়া ফেটে যায় এবং আগা দুর্বল হয়ে পড়ে। এতে ভীষণ স্প্লিট অ্যান্ডস'র সমস্যা দেখা দেয়। এই গরমে বাইরে চুল খুলে বেরোনো কষ্টকর বটে, তবে বাড়িতে থাকলে মাঝেমাঝে চুল খুলে রাখুন।


# অনেকেই গোসল করে ভেজা চুল বেঁধে বেরিয়ে পড়েন। এতে মারাত্মক ক্ষতি হয়। ভেজা চুল বাঁধলে চুলের গোড়া শুকোনোর সুযোগ পায় না। ফলে চুল ঝরে। সেক্ষেত্রে ফ্যানের হাওয়ায় চুল শুকিয়ে সিরাম ব্যবহার করে তারপর বাইরে বের হউন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও