কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসরায়েল-যুক্তরাষ্ট্র রাখিবন্ধই কি ফিলিস্তিন রাষ্ট্রের বড় বাধা?

বিডি নিউজ ২৪ ড. মঞ্জুরে খোদা প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির তৈরি একটি ফ্রাঙ্কেনস্টাইন। তারা ভেবেছিল এই দানব তাদের অনুগত থাকবে কিন্তু তা থাকেনি, থাকছে না। অথবা বলতে হয় তারা ফিলিস্তিন নিয়ে এমন এক দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, যাকে বলা চলে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। এ কথার প্রমাণ ইতিহাসের নানা অধ্যায়ে স্পষ্ট।



যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই বিভিন্ন সময় বলেছেন, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিরসনের প্রধান উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। গতবছর নভেম্বরে এক এক্স বার্তায় তিনি স্পষ্ট করে এ কথা বলেছিলেন। এমনকি এ বছর জানুয়ারিতেও এমন মন্তব্য করেছেন। দ্য গার্ডিয়ান এ বিষয়ে এক সংবাদও প্রকাশ করেছিল। তারচেয়ে বড় বিষয় ইসরায়েল বাদে বিশ্বের কোনো রাষ্ট্রই এই বিষয় ও বাস্তবতার বিরোধিতা করেনি, করছে না। এমনকি দ্য গার্ডিয়ানে প্রকাশিত সংবাদে বাইডেন এমনও মন্তব্য করেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মতের বিরোধিতা করেন না। তাই যদি হয় তাহলে জাতিসংঘে সর্বশেষ বৈঠকে কেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল না ফিলিস্তিন? বিশ্ব সংবাদ বলছে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণেই ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি আটকে গেল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও