কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন সপ্তাহে ফোনের বিল ১ লাখ ৪৩ হাজার ডলার

প্রথম আলো ফ্লোরিডা প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১২:১০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা রেনে রেমান্ড (৭১) ও তাঁর স্ত্রী লিন্ডা (৬৫) সম্প্রতি ইউরোপের দেশ সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে মুঠোফোনের বিল দেখে তাঁদের চোখ ছানাবড়া। দেশের বাইরে মুঠোফোনে ডেটা ব্যবহার করে তাঁদের বিল হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৪২ ডলার।


এবিসি অ্যাকশন নিউজের খবরে বলা হয়, রেমান্ড প্রায় ৩০ বছর ধরে টি-মোবাইলের গ্রাহক। দেশের বাইরে যাওয়ার আগে তাঁরা মুঠোফোন কোম্পানিকে তাঁদের ভ্রমণের পরিকল্পনা জানিয়েছিলেন।


প্রতিবেদনে বলা হয়, কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্যাকেজে তাঁদের সবকিছু অন্তর্ভুক্ত আছে। কিন্তু এরপর এটা কী হলো। কিন্তু তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরে মুঠোফোনের বিল দেখে তাঁদের মাথায় বাজ পড়ার অবস্থা। ইউরোপ ভ্রমণকালে তাঁরা মাত্র ৯ দশমিক ৫ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। অথচ এই কয় দিনে তাঁদের ডেটা ব্যবহারের জন্য প্রতিদিন গড়ে ছয় হাজার মার্কিন ডলার করে বিল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে