কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না

যুগান্তর প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১৭:১৯

শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না। বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৭৭ পয়েন্ট।শতকরা হিসেবে যা প্রায় দেড় শতাংশ। অর্থাৎ শেয়ারবাজারে সব কোম্পানির শেয়ারের দাম একদিনেই গড়ে দেড় শতাংশ কমেছে। এর ফলে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাজারে দরপতন হলেও এখানে কারো নজর নেই। 


বাজার বিশ্লেষণে দেখা গেছে-ডিএসইতে বৃহস্পতিবার ৩৯৫টি কোম্পানির ১৭ কোটি ২৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫২২ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ২৯টি, কমেছে ৩৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও