কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটিং গ্রিড বিওআইএনসি চালু

যুক্তরাষ্ট্রের স্পেস সায়েন্স ল্যাবরেটরি (এসএসএল) ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) বার্কলেতে ‘বার্কলে ওপেন ইনফ্রাস্ট্রাকচার ফর নেটওয়ার্ক কম্পিউটিং (বিওআইএনসি)’ চালু করে। ভলান্টিয়ার কম্পিউটারের জন্য এটি ছিল উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেনসোর্স) মিডলওয়্যার সিস্টেম। এসইটিএ অ্যাট হোম প্রকল্পকে সহায়তা করার জন্য এর উন্নয়ন করা হলেও পরে ওষুধশিল্প, আণবিক জীববিজ্ঞান, গণিত, ভাষাতত্ত্ব, পরিবেশবিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে বিওআইএনসি কাজে লাগে।

বিওআইএনসির মাধ্যমে গবেষকেরা পৃথিবীজুড়ে থাকা স্বেচ্ছাসেবকদের পারসোনাল কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের প্রসেসরের শক্তি ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন