কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রা: চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই পথে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে।

সোমবার সকাল থেকে যানবাহনের চাপ ক্রমশ বাড়তে থাকলেও দুপুর পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই পথে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। বাসের পাশাপাশি পিকআপ ভ্যান, ট্রাক, কাভার্ড ভ্যানে ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষদের ফিরতে দেখা গেছে।

তবে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কি পর্যন্ত ঘুরে কোথাও যানজটের দেখা মেলেনি। 

এলেঙ্গা সিএনজি স্টেশনে কথা হয় বগুড়াগামী পিকআপ ভ্যানের যাত্রী আব্দুর রহমানের সঙ্গে।

তিনি জানান, বাসের চেয়ে অনেক কম ভাড়ায় যাওয়া যায়, তাই তিনি পিকআপ ভ্যানে বাড়ির পথে রওনা হয়েছেন। মাত্র দুইশ টাকায় ঢাকার আমিন বাজার থেকে বগুড়ার পথ ধরেছেন তিনি।

এদিকে, শনিবার রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় ৪৭ হাজার ৫২২টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন