কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নিরাপদ ঈদযাত্রার প্রত্যাশায়

ঈদ মানে নাড়ির টানে বাড়িফেরা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। অনেকে নিজ প্রয়োজনেই পরিবার-পরিজন নিয়ে গ্রাম ছেড়ে শহরে বসবাস করে আসছে। আর এ ইটপাথরের যান্ত্রিক জীবন ছেড়ে আপনজনের সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য ঈদে গ্রামের বাড়িতে ছুটে আসে। এ ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে পাওয়া। তবে ঈদ উৎসব যেন বাঙালির এক অন্যরকম আনন্দ, এর ওপর ধর্মীয় কর্তব্য যদি সে উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। এ আনন্দ ও আরাধনার ষোলকলা যেন পূর্ণমাত্রা পায়। আমাদের দেশে, বিশেষ করে ঈদের সময় চুরি-ডাকাতির মাত্রা বেড়ে যায়।

এ চুরি-ডাকাতি রোধে বাসাবাড়িতে অতিরিক্ত সতর্কতা হিসাবে প্রতি কক্ষে তালা লাগিয়ে যাওয়াই শ্রেয়। এছাড়া বর্তমানে প্রযুক্তির যুগে যদি প্রতিটি বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়, সেক্ষেত্রে এ প্রযুক্তির সাহায্যে দেশের যে কোনো প্রান্তে থেকে বাসাবাড়ির সবকিছু সহজে পর্যবেক্ষণ করা সম্ভব। এর ফলে কোনো ধরনের অসংগতি থাকলে তা চোখে পড়বে। সে অনুযায়ী, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন