কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খাদ্যবান্ধব কর্মসূচিতে ভুয়া বিধবা ও স্বামী পরিত্যক্ত ধরার পালা এবার

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর তালিকায় গ্রামে বসবাসরত সবচেয়ে হতদরিদ্র পরিবার এবং বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত বা অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবারসহ যেসব দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী আছে, তাঁদের অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু কিছু স্থানীয় জনপ্রতিনিধি ও অসাধু কর্মকর্তার যোগসাজশে তালিকায় ঢুকে পড়েছেন অনেক ভুয়া বিধবা। স্বামী থাকতেও তাঁরা বিধবা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এমনকি একই পরিবারের বাবা হতদরিদ্র, স্ত্রী বিধবা ও মেয়ে স্বামী পরিত্যক্ত হিসেবে কার্ড নিয়েছেন। আবার কারও কারও নামে একাধিক কার্ডও আছে। কেউ কেউ একই সঙ্গে ভিজিডিসহ অন্যান্য সামাজিক কর্মসূচির সুবিধাও নিচ্ছেন। এই কর্মসূচির ৫০ লাখ সুবিধাভোগীর মধ্যে এ পর্যন্ত ৯ লাখ ভুয়া কার্ড বাতিল করেছে খাদ্য অধিদপ্তর।

এবার কর্মসূচির ভুয়া বিধবা ও স্বামী পরিত্যক্ত চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর। খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর তালিকায় যাঁরা তালাকপ্রাপ্ত, বিধবা বা বিপত্নীক হিসেবে আছেন, তাঁদের এ-সংক্রান্ত সনদ বা প্রত্যয়নপত্র চাওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় তথ্য দিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ৩ মার্চ চিঠি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন