কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শখের বশে সিনেমা মুক্তি দেওয়া সবার জন্য ক্ষতিকর: জিয়াউল রোশান

ঈদ এলেই জমজমাট হয়ে ওঠে সিনেমাপাড়া। এবার রোজার ঈদেও মুক্তির দৌড়ে আছে এক ডজন সিনেমা। তালিকায় আছে চিত্রনায়ক জিয়াউল রোশানের দুটি সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। 

এবার ঈদে আপনার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমা দুটি নিয়ে বলুন।

জিয়াউল রোশান: এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘ডেডবডি’ ও ‘মায়া: দ্য লাভ’। ভিন্ন জনরার দুটি সিনেমা। ডেডবডি হরর থ্রিলার আর মায়া হচ্ছে রোমান্টিক অ্যাকশন ধাঁচের। 

আপনার অভিনীত চরিত্রগুলো কেমন?

জিয়াউল রোশান: ডেডবডি সিনেমার চরিত্রটিতে সাসপেন্স আছে। এ ধরনের চরিত্র নিয়ে বলতে গেলে সাসপেন্স নষ্ট হয়ে যায়। আমি চাই দর্শক হলে গিয়েই সেটা দেখুক। আমার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অন্বেষা রায়। অন্যদিকে, মায়াতে আমাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। চেনা গল্পেই নানা টুইস্ট দর্শকদের ভাবাবে। এতে আমার সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী।

শবনম বুবলীর সঙ্গে এখন পর্যন্ত ৮টি সিনেমায় কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? 

জিয়াউল রোশান: কাজ করতে করতে তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তাঁর সঙ্গেই বেশি কাজ হয়েছে। ফলে আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। তাই নির্মাতারাও আমাদের জুটিটা পছন্দ করছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন