কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অত্যাধুনিক প্রযুক্তির বিএমডব্লিউর নতুন গাড়ি, নকশায় কী অভিনবত্ব আছে

নতুন একটি ধারণাগত গাড়ি (কনসেপ্ট কার) প্রদর্শন করেছে বিএমডব্লিউ। ভিশন ন্যুয়ে ক্লাসে-এক্স নামের গাড়িটির নকশা আর প্রযুক্তি অনুসরণ করেই বিএমডব্লিউ তাদের ভবিষ্যতের বিদ্যুৎ–চালিত গাড়ি বাজারে আনবে। এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) ধাঁচের এই কনসেপ্ট কারের সামনের অংশে রয়েছে বিএমডব্লিউর চিরায়ত ‘কিডনি গ্রিল’ নকশা। এ ছাড়া গাড়িটিতে আরও অভিনব ও অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে।

কয়েক বছর ধরেই বিদ্যুৎ–চালিত গাড়ির নকশা ও সুবিধায় পরিবর্তন আনার জন্য কাজ করছে বিএমডব্লিউ। ভিশন ন্যুয়ে ক্লাসে-এক্স গাড়িটি এই পরিকল্পনারই অংশ। এ ধরনের গাড়ি আগামী বছর থেকে বাজারে পাওয়া যেতে পারে। এর আগে ফোর, ফাইভ, সেভেন সিরিজ ও আইএক্স নামের বিদ্যুৎ–চালিত এসইউভি গাড়ি এনেছিল বিএমডব্লিউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন