কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চরম গরমে কাজ নারীর মৃত সন্তান প্রসবের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়: গবেষণা

চরম গরমে কাজ করলে গর্ভবতী নারীদের মৃত সন্তান প্রসব ও গর্ভপাতের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যেতে পারে। ভারতের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

কর্মরত গর্ভবতী মায়েদের এই ঝুঁকি আগে যা ভাবা হত তার চেয়েও উল্লেখযোগ্য পরিমাণ বেশি দেখা গেছে এ গবেষণায়।

গবেষকরা বলছেন, গ্রীষ্মের তীব্র গরম কেবল গ্রীষ্মমন্ডলীয় এলাকার নারীদেরই নয়, বরং যুক্তরাজ্যের মতো দেশের নারীদের ওপরও প্রভাব ফেলতে পারে।

বিশ্বব্যাপী কর্মরত গর্ভবতী নারীদের জন্য তাই সুনির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

বিবিসি জানায়, ২০১৭ সালে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ (এসআরআইএইচইআর) নতুন এই গবেষণা শুরু করেছিল। গবেষণায় অংশ নেয় ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের ৮০০ গর্ভবতী নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন