কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে ছিল বাংলাদেশ

গত ২০২৩ সালে বায়ু দূষেণে বিশ্বের ১৩৪টি দেশের মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশ। গত বছরের পুরো সময় জুড়ে দেশের প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তুকণার (পিএম ২ দশমিক ৫) গড় পরিমাণ ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।

জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী, প্রতি ঘণমিটার বাতাসে যদি ৫ মাইক্রোগ্রামের বেশি পিএম ২ দশমিক ৫ বস্তুকণা থাকে, তাহলে সেই বাতাসকে দূষিত হিসেবে আখ্যা দেওয়া যায়।

সম্প্রতি ২০২৩ সালে বিভিন্ন দেশের বায়ু দূষণগত পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেই প্রতিবেদনে শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে পাকিস্তান এবং ভারত।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, গত বছর পাকিস্তানের প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২ দশমিক ৫ বস্তুকণার গড় পরিমাণ ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম এবং ভারতের বাতাসে ছিল ৫৫ মাইক্রোগ্রামের কিছু বেশি।

তবে ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাসের মান বছরজুড়েই ভয়াবহ ছিল। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের গোটা বছর নয়াদিল্লির প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২ দশমিক ৫ বস্তুকণার গড় পরিমাণ ছিল ৯২ দশমিক ৭ মাইক্রোগ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন