কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সেই মাহমুদউল্লাহকে নিয়ে মুগ্ধ হাথুরুও

চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারিতে। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা–না করা নিয়ে বেশিরভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে। 

এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে তাঁর জায়গা হয়নি। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারির মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই।  শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে। ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান।সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে সেখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন