কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কাজল যেভাবে হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়ে উঠল

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দেখেছেন?
উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে নিশ্চয়ই মনে আছে, সেখানে আদনান (আফরান নিশো) কীভাবে জিশাকে (নাজিফা তুষি) নিজের ভালোবাসার কথা জানান। আদনান জিশার দিকে তাকিয়ে দুহাত ধরে বলেন সাদাত হোসাইনের কবিতার লাইন, ‘শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।’

নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর ভেতর ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায় ব্যবহৃত অ্যান্ড্রু কিশোরের ‘পড়ে না চোখের পলক’ অন্যতম। বড় পর্দায় রিয়াজ তাঁর প্রেমিকার মন জয় করতে ঠোঁট মিলিয়ে গেয়ে ওঠেন, ‘কাজল কালো, ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে।’ এরও বহু আগে ‘বর্ষা বিদায়’ কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘ওগো ও কাজল-মেয়ে, উদাস আকাশ ছলছল চোখে তব মুখে আছে চেয়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন