কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা এড়াতে ৮ করণীয়

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা রেহনুমা বেগম। পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার পর তিনি বেশ আতঙ্কিত অবস্থায় আছেন বলে জানালেন। বিস্ফোরিত হওয়া কিংবা আগুন লেগে যাওয়ার ঝুঁকি আছে এমন সব সরঞ্জামই যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন। ঘরে থাকা এসি নিয়েও ভয় কাজ করে। এসি না হয় বিশেষজ্ঞ টেকনিশিয়ান ডেকে সার্ভিসিং করিয়ে নিলেন। কিন্তু রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিরাপদে ব্যবহারের উপায় কী? রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার সাধারণত এমনভাবে তৈরি হয় যেন বিস্ফোরিত না হয়। কিন্তু বিপত্তি ঘটে লিকেজ থেকে। সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে গেলে সেটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা রোধে জরুরি কিছু টিপস জেনে নিন।


  • সিলিন্ডারের গায়ে মেয়াদ দেওয়া আছে কিনা যাচাই করে নিন। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা যাবে না কোনোভাবেই। 
  • রান্না শেষে চুলা ও সিলিন্ডারের রেগুলেটরের চাবি বন্ধ রাখা জরুরি।
  • সিলিন্ডার আগুনের কাছাকাছি রাখবেন না। চুলা থেকে দূরে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন সিলিন্ডার। 
  • সিলিন্ডার কোনও পাটাতনের ওপরে নয় বরং মাটিতে সমতল পৃষ্ঠে রাখতে হবে। 
  • সিলিন্ডার সবসময় খাঁড়াভাবে রাখবেন। শোয়ায়ে বা কাত করে রাখা যাবে না।
  • বার্নার, স্টোভ, সিলিন্ডার রেগুলেটর, গ্যাসের পাইপ ইত্যাদি সবকিছু সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরীক্ষা করবেন। মানসম্পন্ন পাইপ, রেগুলেটর ও ভাল্‌ভ ব্যবহার করতে হবে সিলিন্ডারে। 
  • রান্না শুরু করার অন্তত আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা সব খুলে দেবেন। এতে রান্নাঘরে গ্যাস জমে থাকলেও সেটা বেরিয়ে যাবে। 
  • আগুন, বিদ্যুৎ এবং তাপের যেকোনো রকম উৎস থেকে সিলিন্ডার দূরে রাখুন। দাহ্য, প্রজ্বলিত বা বিস্ফোরক পদার্থ থেকেও এলপিজি সিলিন্ডার নিরাপদ দূরত্বে রাখতে হবে। 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন