কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হাইতির প্রধান কারাগারে পড়ে আছে ১২টি মরদেহ, পালিয়েছেন প্রায় ৪ হাজার বন্দী

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগারে গ্যাং সদস্যদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। জেল থেকে পালিয়ে গেছেন কয়েক হাজার কয়েদি। রোববার এএফপির এক প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স শহরের একটা বড় অংশের নিয়ন্ত্রণ করে সশস্ত্র গ্যাংগুলো। গত বৃহস্পতিবার থেকে সেখানে নতুন করে সহিংসতা শুরু হয়। গত শনিবার রাতে শহরের প্রধান কারাগারে হামলা চালায় গ্যাং সদস্যরা।

গ্যাংগুলো বলছে, তারা হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে উৎখাত করতে চায়। ২০২১ সালে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যার শিকার হওয়ার পর থেকে হেনরি ক্ষমতায় আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন