কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


টেলিকম অপারেটরদের 'আরও স্বাধীনতা' চান রবির সিইও

টেলিকম খাতে নেটওয়ার্ক সম্প্রসারণের মত কাজ তৃতীয়পক্ষের মাধ্যমে করার বাধ্যবাধকতা থেকে মুক্তি চান দেশের দ্বিতীয় শীর্ষ অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি।

তিনি বলছেন, এখন অপারেটরদের এমন সুযোগ দেওয়া উচিত, যাতে তারা নিজেদের নেটওয়ার্ক ব্যবস্থার ‘শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের স্বাধীনতা’ পায়। তাতে সেবার মান বাড়বে এবং শেষ বিচারে ‘গ্রাহকই লাভবান হবে’।

একসঙ্গে রবি ও এয়ারটেল দুটি ব্র্যান্ডের নেতৃত্ব দেওয়া রাজীব এর আগে বাংলাদেশে গ্রামীণফোনের এমডি ও সিইও হিসেবে কাজ করেছেন। ভারতের টেলিযোগাযোগ খাতে কাজ করার অভিজ্ঞতা তার দীর্ঘ দিনের। বাংলাদেশে আসার আগে কাজ করেছেন মিয়ানমারেও।

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক প্রতিযোগিতার পরিবেশ নিয়ে সন্তুষ্ট রাজীব কর ও নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধকে এ খাতের সম্প্রসারণের বাধা হিসেবে দেখছেন।

নিয়ন্ত্রক সংস্থা যেভাবে সেবার দর নির্ধারণ করে দেয়, তার বদলে বিষয়টি বাজারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান রেখে রবির সিইও বলেছেন, “আপনারা এটা আমাদের ওপর ছেড়ে দিন। বাজার তার পথ নির্ধারণ করবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন