কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দর–কষাকষির জন্য কৌশল লাগবে

চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল হিসেবে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এতে সব দর-কষাকষিতে ভবিষ্যৎ উন্নয়নশীল দেশের আগ্রহের জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে।

ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, ২০২৬ সালের নভেম্বরে উন্নয়নশীল দেশ হওয়ার পর আরও তিন বছর বাণিজ্য-সুবিধা অব্যাহত রাখার দাবি বাস্তবায়নে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উপস্থাপনের জন্য বাংলাদেশের কৌশল প্রণয়ন করা উচিত। তা ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার সুযোগও নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন