কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মণিপুরে ঢুকে পুলিশের উপর হামলা চালাচ্ছে মায়ানমারের জঙ্গিরা! মনে করছেন নিরাপত্তা উপদেষ্টা

মণিপুরে সাম্প্রতিক হিংসার ঘটনায় মায়ানমার-যোগ দেখছেন সে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংহ। গত বুধবার মণিপুরের সীমান্তবর্তী শহর মোরেতে পুলিশ কম্যান্ডোদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। নিহত হন দুই কম্যান্ডো। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলদীপ জানান, এই ঘটনায় মায়ানমারের জঙ্গিদের হাত থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত যে কোনও তথ্যপ্রমাণ নেই, সে কথাও উল্লেখ করেন তিনি।

বুধবারের একটি ঘটনা উল্লেখ করে কুলদীপ বলেন, “গত কাল সকালের দিকে কুকি জঙ্গিরা মণিপুরের তিন জায়গায় পুলিশ কম্যান্ডোদের ঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে।” তাঁর এই মন্তব্য কুকিদের নতুন করে ‘রুষ্ট’ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ কুকিদের অভিযোগ, মণিপুর সরকার উপত্যকার বাহিনীর (মেইতেই) বিরুদ্ধে লড়াই করা ‘স্বেচ্ছাসেবক’দের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে। বৃহস্পতিবারও সে রাজ্যের বিষ্ণুপুর জেলায় দু’পক্ষের গুলিযুদ্ধের মধ্যে পড়ে গিয়ে চার জন প্রাণ হারান। উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসার নেপথ্যে মায়ানমার সীমান্ত দিয়ে ঢোকা অনুপ্রবেশকারীদের হাত রয়েছে, এমনটা আগেও জানিয়েছে মণিপুর সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন