কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার ৪৬ আসনে প্রার্থী পরিবারের সদস্যরা, কোথাও স্বামী–স্ত্রী, কোথাও বাবা–ছেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৪৬টি সংসদীয় আসনে পরিবারের সদস্যরা বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১৭টি পরিবারের সদস্যরা অন্তত ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো পরিবারের স্বামী-স্ত্রী, বাবা-ছেলে, শ্বশুর-জামাতা, ভাই বা নিকটাত্মীয়রা প্রার্থী হয়েছেন। আর ১১টি আসনে আওয়ামী লীগের নেতাদের সন্তানেরা প্রথমবারের মতো নৌকা প্রতীক পেয়েছেন।

সব মিলে বর্তমানে এসব পরিবারে ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। জাতীয় পার্টিসহ আরও দুটি দলের নেতাদের পরিবারের সদস্যরা আটটি আসনে প্রার্থী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবারতন্ত্র ক্রমে তৃণমূলেও বড় আকার নিয়েছে। দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকা, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও আস্থাহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সর্বত্রই রাজনীতিতে পরিবারের নিয়ন্ত্রণ দেখা যায়। শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধীদের ক্ষেত্রেও পরিবারের মধ্যেই রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এই পরিবারকেন্দ্রিক রাজনীতির কারণে গণতন্ত্রে অবাধ প্রতিযোগিতার যে বিষয়, তা বাংলাদেশে অনুপস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন