কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পপকর্ন ‘খেতে খেতে’ সেলফি তুলছে এই রোবট

অল্টার–৩ নামের একটি রোবট সম্প্রতি তৈরি করা হয়েছে। এই রোবটের শরীর ৪৩টি অক্ষের ওপরে নিয়ন্ত্রিত হয়। আমাদের পৃথিবী একটি অক্ষের ওপরে ঘোরে, তাহলে ভাবুন ৪৩টি অক্ষ মানে রোবটটি কতভাবে ঘুরতে পারে, নড়াচড়া করতে পারে। রোবটের প্রতিটি চোখে আছে শক্তিশালী ক্যামেরা। কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে রোবটের শরীরকে নিয়ন্ত্রণ করতে সিরিয়াল পোর্টের মাধ্যমে নির্দেশ বা কমান্ড পাঠাতে হয়।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রোবটটি তৈরি করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও রোবটের মধ্যে একটি সেতু তৈরি করতে একে দারুণ এক উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রচলিত যন্ত্রাংশ বা হার্ডওয়্যারনির্ভর নিয়ন্ত্রণের সঙ্গে মানবিক অঙ্গভঙ্গি করতে বেশ পারদর্শী এই রোবট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন